তাং-২৮/০৮/২০২২ ইং
বরাবর,
ব্যবস্থাপক
চরকা টেক্সটাইল লিমিটেড , ইউনিট-০৫
কাজিরচর, ভাংগা, পলাশ, নরসিংদী ।
বিষয়ঃ বেতন বৃদ্ধির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মামুন মিঞা,আইডি নং-৪২৭৫। আপনার ১০০% রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানায় দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সহিত “ কোয়ালিটি সিনিয়র সুপারভাইজার” পদে কাজ করে আসছি। বর্তমানে আমি সুইং সেকশনে যে কোন পয়েন্টে কাজ করতে সক্ষম। বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারণে এই সামান্য বেতন দ্বারা সংসারের ব্যয় ভার বহন করে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করা খুবই কষ্টদায়ক । এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে আমার বেতন বৃদ্ধি করার জন্য সবিনয় আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি সু-বিবেচনা করে আমার বেতন বৃদ্ধি করার পক্ষে হুজুরের মর্জি কামনা হয়।
নিবেদক-
নামঃ মোঃ মামুন মিঞা
পদবীঃ সিনিয়র সুপারভাইজার(কোয়ালিটি)
যোগদানঃ ১২/০৮/২০১৫
<★a href="http://www.youtube.com/@Garmentsstudio">please visit YouTube Channel<★/a>
0 মন্তব্যসমূহ