Advertisement

ফেব্রিক কত প্রকার ও কি কি







ফেব্রিক:

ফেব্রিক হল গার্মেন্টসের একটি মৌলিক উপাদান। 

কারন ইহাই হল গার্মেন্টস ফেক্টরির প্রধান কাঁচামাল।

ফেব্রিক যে ভাবে তৈরি হয়;

ইহা ইয়ার্ণ থেকে উইভিং, নিটিং, মেন্টিং,

ইত্যাদি পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়।

ফেব্রিক উৎপাদনে উইভিং এবং নিটিং উভয় পদ্ধতি সর্বাধিক জনপ্রিয় হিসাবে গন্য।


➡️ফেব্রিকের প্রকারভেদ –


👉ফেব্রিককে তিন ভাগে ভাগ করা হয়,

১)ওভেন ফেব্রিক,

২)নন ওভেন ফেব্রিক,

৩)নীট ফেব্রিক,


➡️ ওভেন ফেব্রিক:

দুই সারি সূতা তাঁত এর সাহায্যে পরস্পর সমকোণ বন্ধনীর মাধ্যমে যে কাপড় বা ফেব্রিক তৈরী করে তাকে, ওভেন ফেব্রিক বলা হয়।

ওভেন ফেব্রিক এর ইলাস্টিকতা নেই বললেই চলে।

যেমন;

1) Solid Fabric

2) Yarn Dyed Check

3) Yarn Dyed Stripe

4) Embossed Fabric

5) Brocade Fabric

6) Cashmere Fabric

7) Crepe Fabric (Satin Weave)

8)Dark Denim

9) Light Denim

10) Black Denim

11) Sand blast shade of Denim


➡️ নন ওভেন ফেব্রিক:

টেক্সটাইল ফাইবার (প্লাস্টিক ফিল্ম,ফোমস্তর,ধাতব ফায়েল) ইত্যাদি রাসায়নিক বা যান্ত্রিক বন্ড করে যে ফেব্রিক তৈরি করা হয় তাই হলো নন ওভেন ফেব্রিক।

➡️ উদাহরণ;স্যানিটারী স্যাপকিন ,ডায়াপার ,ড্রেসিংয়ের ব্যাবহারে ইত্যাদি।


➡️ নীট ফেব্রিক:

এক সেট (One Set) সূতার ইন্টারলেসিং (Interlacing) এর মাধ্যমে উৎপাদিত ফেব্রিককে Knitted/Knitting Fabric বলে।

যেমন;

1) Single jersey

2) All over print

3) Yarn dyed

4) Single jersey over print in gray-melange

5) Yarn dyed

6) Single jersey in gray-melange

7) Terry jersey

8) Fleece one side brush

9) Rib

10) Lekra single jersey

11) Lekra Rib

12) Mesh fabrics

13) Interlock

14) Slab fabric






Thanks....

Mamun

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ