Defect সাধারণত ৩ প্রকার যথা :
1.Critical Defect (ক্রিটিক্যাল)=জটিল সমস্যা।
2.Major Defect (মেজর)= প্রধান ত্রুটি/বড় সমস্যা।
3.Minor Defect (মাইনর)=ছুট সমস্যা।
** বিস্তারিত আলোচনা করা হলো,,,,,
1.Critical Defect= পণ্যের যে সকল সমস্যার ক্ষতিকারক অনিরাপদ বা ভুল বেঠিক অনুপস্থিত তথ্যকে ক্রিটিকাল ডিফেক্ট বলে।
যেমন: RN Number Mistake,
CA Number Mistake,
insect,
Nails ,
Fiber missing,
Care instruction wrong,ETC
2.Major Defect=একটি পন্যের যে সকল সমস্যার ক্রেতার কাছে লক্ষনীয় বা দৃশ্যমান,যে গুলো পোশাকের উপযোগিতা ও কার্যকরীতা কে নষ্ট করে তাকে Major Defect বলে।
যেমন: Skip stitch,
Broken stitch,
open seam,
Pleat,
Down stitch,
Bad tension,ETC
3.Minor Defect=একটি পন্যের যে সকল সমস্যার ক্রেতার কাছে লক্ষনীয় বা দৃশ্যমান নয়,যে গুলো পোশাকের উপযোগিতা ও কার্যকরীতা কে নষ্ট করে না কিন্তু গুনগত মান কে নষ্ট করে তাকে Minor Defect বলে।
Un Cut Thread (-0.3)mm,
Slanted Bartack,
Raw-edge (-0.3)mm ,
little spot,ETC
Thanks
Mamun Miea
0 মন্তব্যসমূহ