➡️ ডাইং কি ? ডাইং এর সংক্ষিপ্ত বর্ণনা ⬅️
যে পদ্ধতির মাধ্যমে টেক্সটাইল দ্রব্যসমূহ অর্থাৎ সুতা, কাপড় ইত্যাদি রং করা হয় তাকে ডাইং বলে ।
ডাইং সাধারণত রং এবং কিছু রাসায়নিক পদার্থ সহযোগে সম্পন্ন করা হয়ে থাকে।
ডাইং করার পরে, রং এর অণুসমূহ কাপড়ের সুতার অণুসমূহের সাথে বন্ধন গঠন করে।
এর মাধ্যমে কাপড় তার কাঙ্খিত রং ধারণ করে।
বন্ধন দুর্বল হবে না শক্তিশালী হবে সেটা নির্ভর করে কি ধরনের রং ব্যবহার করা হবে তার ওপর । তাপমাত্রা এবং সময়-নিয়ন্ত্রণ এ দুটি বিষয় ডাইংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ।
ডাইংয়ে দুই ধরনের রং ব্যবহার করা হয় ,
যেমন;
১. প্রাকৃতিক রং এবং
২. কৃত্রিম রং ।
ডাইংয়ে যেসব মৌলিক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেগুলো হলোঃ
১.অ্যাসিটিক এসিড ।
২.অক্সালিক এসিড ।
৩.সোডা অ্যাস ।
৪.সোডিয়াম হাইপ্লো-ক্লোরাইট ।
৫.সালফিউরিক এসিড ।
সাধারণত সাঁত ধরনের ডাইং করা হয়ে থাকে । সেগুলো হলোঃ
১. সলিউশন ডাইং ( Solution Dyeing)
২. ফাইবার ডাইং (Fibre Dyeing)
৩. ইয়ার্ণ ডাইং (Yarn Dyeing)
৪. ফ্রেবিক ডাইং (Fabric Dyeing)
৫ . ইউনিয়ন ডাইং (Union Dyeing)
৬. ক্রস ডাইং (Cross Dyeing)
৭. প্রোডাক্ট ডাইং (Product Dyeing) ইত্যাদি।
Thanks
Mamun Miea
0 মন্তব্যসমূহ