🔰Metal Detection / মেটাল ডিটেকশন”
মেটাল ডিটেকশন কি মেটাল ডিটেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা,
পোশাক শিল্পে, Metal Detection /ধাতু সনাক্তকরণ উৎপাদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ /অপরিহার্য অংশ।
🔰Metal Detection কেনো প্রয়োজন:
মনে করেন একটা গার্মেন্টস এর ভিতর ভাঙ্গা নিডেল থেকে গেল, সে পুষাক একটা বাচ্চা পরিধান করার পরে তার শরীরে Damage হতে পারে Bleeding হতে পারে এমনকি ইনফেকশন ও হতে পারে এইজন্য এটি safety requirement..।
👉 তাই এখনকার দিনে মেটাল ডিটেক্টর পোশাক প্রস্তুতকারকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
🔰মেটাল ডিটেক্টর বা নিডেল ডিটেক্টর মেশিন যেটা গার্মেন্টস সেক্টর এ অন্যতম ভূমিকা পালন করে থাকে। সিকুউরিটি গার্ড যেমন প্রপার্টিতে পাহারা দেয় ঠিক একইভাবে মেটাল ডিটেক্টর বা নিডেল ডিটেক্টর মেশিন পোশাকের নিরাপত্তা দেয়।
☑️মেটাল ডিটেক্টর উৎপাদন পর্যায়ে সমস্ত পণ্য থেকে ক্ষতিকারক এবং ধাতব মুক্ত করতে সাহায্য করে।
🔰 গার্মেন্টস কে মেটাল মুক্ত করার জন্য মেটাল ডিটেক্টর চেক করা হয় যেমন ভাঙ্গা নিডেল,নাইপ, স্ট্যাপলার পিন, আলপিন ইত্যাদি।
গার্মেন্টস শিপমেন্ট হওয়ার পর যদি মেটাল পাওয়া যায় তাহলে অনেক বড় কাস্টমার ক্লেম আসে এটির জন্য কোম্পানির আর্থিক ক্ষতি এবং সুনাম নষ্ট হয়।
মেটাল ডিটেক্টর মেশিন যে অপারেট করবে তাকে অবশ্যই মেটাল ফ্রী থাকতে হবে যেমন, ঘড়ি, আংটি ইত্যাদি ব্যাবহার করা যাবেনা।
সেন্সর এর দিক থেকে মেশিন সাধারনত ২ ধরনের হয়ে থাকে সিঙ্গেল হেড এবং ভাবল হেড।
🔁 মেটাল ডিটেক্টর মেশিন ৯ পয়েন্ট পদ্ধতিতে ক্যালিব্রেসন করার জন্য বা মেটাল ডিটেক্টর মেশিন ঠিক আছে কি না তা চেক করার জন্য প্রতি ১ অথবা ২ ঘণ্টা পর পর মেটাল মেশিন calibration করা হয় এবং রেকর্ড রাখতে হয়। চেক এর জন্য সাধারনত ৪ ধরনের ফেরাস কার্ড হয়ে থাকে।
এগুলো হল (0.8 , 1.0 ,1.2, .1.5 mm)
09 Point system এ calibration কখন করা হয়::
কাজ শুরু করার পূর্বে এবং প্রতি ঘন্টায় ৯ পয়েন্ট পদ্ধদিতে মেশিন ক্যালিব্রেসন করতে হয়। আবার বিদ্যুৎ চলে গেলে পুনরায় ক্যালিব্রেসন করে কাজ শুরু করতে হয়।
বায়ারের নির্দেশনা অনুযায়ী মেশিন সেট আপ করে গার্মেন্টস পাস করতে হয়।
⏯️ প্রত্যেক ঘণ্টায় পাস করা গার্মেন্টস গুলো নির্দিষ্ট কুয়ারিন্টাইন এরিয়াতে পরবর্তী ১ ঘন্টার জন্য রাখতে হবে। পরবর্তী ক্যালিব্রেসনে যদি মেশিন ঠিক থাকে তাহলে সে গার্মেন্টস গুলো প্যাক করা যাবে। আর যদি মেসিনে ত্রুটি ধরা পড়ে তবে ঐ গার্মেন্টস গুলো পুনরায় মেটাল ডিটেক্টর মেশিনে পাস করতে হবে।
যদি কোন গার্মেন্টস মেশিনে পাস না হয় সেক্ষেত্রে হ্যান্ড মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা চেক করতে হবে। এর পরেও যদি মেটাল জাতিও কিছু না পাওয়া যায় তাহলে নির্দিষ্ট গার্মেন্টসটি রেজিস্টার মেইন্টেইন করে রেড বক্সে এ কমপক্ষে ৬ মাস সংরক্ষণ করতে হয়। ৬ মাস পর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে গার্মেন্টস গুলো পোড়াতে হবে।
9 point system কে তিন ভাগে ভাগ করা হয়েছে।
1️⃣ Bottom (a1.a2.a3).
2️⃣ Middle (a4.a5.a6).
3️⃣ Top (a7.a8.a9).
🔹এ ছাড়া বায়ারের রিকুয়ারমেন্ট অনুযায়ী 24 Point system এ calibration করা হয়।
⏩ এক পিছ এক পিছ করে ফিনিশ Garment metal detection মেশিন দিয়ে পাশ করতে হয়।
®️ গার্মেন্টস প্যাকিং করার পূর্বে ১০০% মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা চেক করতে হবে।
মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যাওয়া পোশাকের সমস্ত ব্যাচের রেকর্ড অবশ্যই রাখতে হবে।
©️ মেটাল ডিটেক্টর মেশিন নিয়মিত ভিক্তিতে (অন্তত বছরে একবার) ডিটেক্টরের সরবরাহকারীকৃত বা টেসকো অনুমোদিত ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস করতে হবে এবং কেলিব্রেশন করতে হবে।
0 মন্তব্যসমূহ