গার্মেন্টস কাকে বলে:
গার্মেন্টস হল মানুষের শরীরে ব্যবহার করার লক্ষ্যে এমন ধরণের কোন পোশাক যা কাপড় বা ফেব্রিকস বা অন্য কোন টেক্সটাইল মেটেরিয়ালস থেকে উৎপাদন করা হয়।
➡️ GARMENTS এবং APPRALS এর অর্থ কি?
গার্মেন্টস শব্দের অর্থ পােষাক
আর অ্যাপারেলস্ অথ ফ্যাশন।
একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে কয়টি সেকশন আছে?
একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে তিনটি সেকশন আছে।
যথাঃ
(ক) কাটিং সেকশন
(খ) সুইং সেকশন ,
(গ) ফিনিশিং সেকশন।
নিম্নে তিনটি সেকশনের বিবরণ দেওয়া হইল।
(ক) কাটিং সেকশন:
কাপড়কে সুন্দরভাবে বিছাইয়া বা Lay
করে সাইজ এবং রং ঠিক রাখিয়া মেশিন দ্বারা কাটিং করে বাণ্ডিল
করে সুইং সেকশনে ঠিক মত পৌছাইয়া দেওয়া কাটিং সেকশনের
কাজ।
(খ) সুইং সেকশনঃ
কাটিং থেকে সুইং সুপার ভাইজার বাণ্ডিল
ঠিক রাখিয়া কাপড় বুঝিয়া নিয়ে অপারেটর দ্বারা পােষাক ঠিক মত
কাপড় সেলাই বা তৈরী করিয়া ফিনিশিং সেকশনে পেীছাইয়া
দেওয়া সুইং সেকশনের কাজ।
(গ) ফিনিশিং সেকশন:
সুইং সুপার ভাইজারের কাছ থেকে তৈরী
পােষাক ঠিক মত বুঝিয়া নিয়া ফিনিশিং সেকশনে ঐ তৈরী পােষাক
সঠিকভাবে সঠিক স্থানে ম্যাটেরিয়াল প্রয়ােগ করিয়া আয়রন ও
ফোন্ডিং করিয়া সংখ্যা অনুযায়ী কার্টুন করিয়া রপ্তানী যােগ্য পণ্যে
রূপান্তরিত করা ফিনিশিং সেকশনের কাজ।
Thanks
Mamun Miea
1 মন্তব্যসমূহ
nice
উত্তরমুছুন