Advertisement

MEASUREMENT কি..? MEASUREMENT কত প্রকার কি কি বিস্তারিত...?



MEASUREMENT/মাপ-পরিমাপ

Measurement দুই প্রকার,,,

যথা, 1.মেট্রিক সিস্টেম (C.M)

         2. ইংলিশ সিস্টেম (Inch)

১টি মেজার্মেন্ট টেপ এ সাধারণত ৫' ফুট বা ৬০" ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার থাকে।

১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার

১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার

১২ ইঞ্চি = ১ ফুট

৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ

৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার

১ সি এম=১০ মিলিমিটার

১০০ সি এম =১ মিটার

১০০০ মিটার=০১ কিলোমিটার

এখন আমরা ইঞ্চি মাপের বিস্তারিত আলোচনা করব..

🔰 ১ম অংশে ০১ ইঞ্চি কে ৮ ভাগে ভাগ করা হয়েছে।

১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার

১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার

২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার

৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার

৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার

৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার

৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার

৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার



🔰 ০১ ইঞ্চি কে দ্বীতীয়ত ১৬ ভাগে ভাগ করা হয়েছে।

১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) 

৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা)

৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা)

৭/১৬ ইঞ্চি = ৩. ১/২ (সাড়ে ৩ সুতা)

৯/১৬ ইঞ্চি = ৪. ১/২ (সাড়ে ৪ সুতা)

১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা)

১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা)

১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ (সাড়ে ৭ সুতা)

(১ ইঞ্চি কে ১৬ ভাগে ভাগ করিবার সময় মনে রাখতে হবে ১৬ এর আগে যে সংখ্যা থাকবে উক্ত সংখ্যাটি দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেক হবে যেমন: ৩/১৬=৩ এর অর্ধেক =১ ১/২ সুতা।)


🔰০১ ইঞ্চি কে তৃতীয়ত ৩২ ভাগে ভাগ করা হয়েছে।

১/৩২=পোয়া সুতা। (০.২৫) সুতা

৩/৩২=পৌনে ০১ সুতা (০.৭৫ )সুতা

৫/৩২= সোয়া ০১ সুতা (১.২৫) সুতা

৭/৩২=পৌনে ০২ সুতা (১.৭৫) সুতা

৯/৩২=সোয়া ০২ সুতা (২.২৫) সুতা

১১/৩২=পৌনে ০৩ সুতা (২.৭৫) সুতা

১৩/৩২=সোয়া ০৩ সুতা (৩.২৫) সুতা

১৫/৩২=পৌনে ০৪ সুতা (৩.৭৫) সুতা

১৭/৩২=সোয়া ০৪ সুতা (৪.২৫) সুতা

১৯/৩২= পৌনে ০৫ সুতা (৪.৭৫) সুতা

২১/৩২= সোয়া ০৫ সুতা (৫.২৫) সুতা

২৩/৩২= পৌনে ০৬ সুতা (৫.৭৫) সুতা

২৫/৩২=সোয়া ০৬ সুতা (৬.২৫) সুতা

২৭/৩২= পৌনে ০৭ সুতা (৬.৭৫) সুতা

২৯/৩২= সোয়া ০৭ সুতা (৭.২৫) সুতা

৩১/৩২= পৌনে ০৮ সুতা (৭.৭৫) সুতা।


(১ ইঞ্চি কে ৩২ ভাগে ভাগ করিবার সময় মনে রাখতে হবে ৩২ এর আগে যে সংখ্যাটি থাকবে উক্ত সংখ্যাকে আমরা প্রথমে পোয়া তারপর কেজিতে রূপান্তরিত করলে ৩২ ভাগের হিসাব বাহির করিতে সহজ হয় আমরা জানি ০৪ পোয়া সমান ০১ কেজি অর্থাৎ সেটি কে ০৪ দিয়ে ভাগ করলে কেজি এর হিসাব বাহির হয় অর্থাৎ যত কেজি কত সুতা।

যেমন:১/৩২ = ০১ পোয়া = পোয়া সুতা,,।)


হাজারের মাপ:

১২৫ = ১ সুতা বা ১/৮

২৫০ = ২ সুতা বা ১/৪

৩৭৫ = ৩ সুতা বা ৩/৮

৫০০ = ৪ সুতা বা ১/২

৬২৫ = ৫ সুতা বা ৫/৮

৭৫০ = ৬ সুতা বা ৩/৪

৮৭৫ = ৭ সুতা বা ৭/৮

১০০০ = ৮ সুতা বা ১ ইঞ্চি



১ ইঞ্চি = ২.৫৪ সি.এম

১ সুতা = ০.৩১ সি.এম

২ সুতা = ০.৬৩ সি.এম

৩ সুতা = ০.৯৩ সি.এম

৪ সুতা = ১.২৭ সি.এম

৫ সুতা = ১.৫৫ সি.এম

৬ সুতা = ১.৮৬ সি.এম

৭ সুতা = ২.১৭ সি.এম

৮ সুতা = ২.৫৫ সি.এম










Written by Mamun Miea.

I am in Bangladeshi.

 I was Born Religious Muslim family.

 But my real identity is a man.

I always try to Honest

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ